নীপবীথি ভৌমিক





নদী


   হারিয়ে যাওয়ারও তো নাম থাকে একটা!
থাকে তো বলো ? কখনো জল চিনে চোরাবালির বুকে,
   কখনোই বা ছায়া হয়ে অদৃশ্যের দৃশ্যপথে !

স্পর্শ ছুঁয়ে রাখে কেউ কেউ,কেউই বা ছবি এঁকে যায়
হৃদপিণ্ডের আড়ালে...
  আর এসব কিছু শেষ হয়ে গেলে এর নাম আমরা রাখি নদী;
     নদীর কাছে মৃত্যু কেন, জীবনও এসে দাঁড়ায় একমুঠো
       হারানো সুখ পেতে ।

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম