বেবী সাউ




প্রেমিক

ছলের দরোজা পেতে, রোজ রোজ কাহাকে কাঁদাও 

ওপাশের নীল নদী 
ঘনাকার শ্বেতশুভ্র বন 

ওপাশেই ভেসে যাওয়া অভিমান গোপন সরণ 
প্রত্যহের ঘর ভেবে তার কাছে বসত গোছাও 

সেও কি নীলিমা বোঝে! সেও বোঝে গোপন জন্নত! 

রোজ রোজ কাহাকে কাঁদাও? 




সুন্দর

তুমি কি আজ জলের মতো সোজা 
স্রোতের টানে ঢালুর দিকে নামো 

তুমি কি আজও জলের মতো সোজা

যেমন ভাবে পাথর জেনে তাকে 
ইচ্ছেমত বালির বাঁধে বাধো 

5 comments:

  1. আপনি সব কিছুই দুর্দান্ত করে বলেন

    ReplyDelete
  2. দ্বিতীয় কবিতাটা অসম্ভব ভালো লাগল

    ReplyDelete
  3. অপূর্ব দুটি কবিতা পড়লাম

    ReplyDelete
  4. উফফফ্ অসাধারণ

    ReplyDelete

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম