দেবরাজ চক্রবর্তী





মুখ

অর্ধসত্য বুঝে নিতে হবে
আয়ুহীনতায় ছিন্ন হয়েছি বহুযুগ ধরে
অধস্তনের মতো ভুলে গেছি সব ছলাকলা
অসত্য সামনে এলে
নতজানু হতে চেয়ে দাঁড়িয়েছে যে-
তাকেও ঈশ্বরের মতো আগলে রেখেছ তুমি
মনে রেখো, এ কেবল অশরীরী নয়
পর্দার আড়াল থেকে সরে যায় শয়তানের মুখ

2 comments:

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম