কুন্তল মুখোপাধ্যায়





চটকপুর /২০১৮

সবুজ চুল পাইন গাছ আমাকে নাও , দূরের ঝাউ
ডাক পাঠায় স্থির দীঘির অকম্পন  প্রেমিক মন

ঝিঁঝি র সুর এমনই এক শব্দদূর দূরত্বের 

ঘেরবিহীন পাহাড়পুর ডাক পাঠায় ডাক পাঠায়

এখানে রোদ অলস নীল দুপুরঘেরা রিরংসায় 

অল্প ঢুল এসেছে চোখ ফিরিয়ে দেয় না দৃশ্যদের 

এখন নীল বিকেল নেমে দিনের শেষ 

                                                শেষ রোদের 

প্রান্ত ধরে রেখেছে দূর পাইনশীর্ষ মরিয়া হয়
ডাক পাঠায় নীল পাহাড়  হেরে যাবার হেরে যাবার

ছোট্ট মুখ শেষ রোদের , ছেলেবেলার মুখের ভিড়
দূর শিবির ফরেস্ট টেন্ট আগুন মাখে আগুন খায়


ডাক পাঠায় পাইন বন ডাক পাঠায় ডাক পাঠায়  

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম