গৌরব চক্রবর্তী




কবি


কবি তো চাওনি তুমি নাগর চেয়েছ
বুঝলে না অক্ষরের নয়নাভিরাম
যে ভালোবাসেনি তাকে ভালোবাসিতাম
এখনও বেসেছ,  বাসি-- এটাই তো ভুল
তোমারও হয়েছে ভ্রম নাগর চেয়েছ
অথচ কবির প্রেম করেছ কামনা
তা বলে তোমায় আমি ভালোবাসব না?
সব গাছে ধরবে না যেকোনও মুকুল
নির্জনে কবিতা লিখি সঙ্গত লাগে না
তোমাকে করেছি স্তব শব্দ রূপে এসো
সূচনা করার আগে ভেবে রাখি শেষও
আঘাত না-পেলে আর কেউ কি কাঁদে না?

কাঁদে! কাঁদে! কিছু অশ্রু দু'চোখের ঘাম
যে ভালোবাসেনি তাকে ভালোবাসিতাম

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম