শুভেন্দু চট্টোপাধ্যায়




নেড়েচেড়ে রেখে দিই


নেড়েচেড়ে রেখে দিই ,  কখন সযত্নে তার মুখ পানে চেয়ে থাকি

কৈশোরে  শ্মশ্রুর  আভাস  মাত্র  হাল্কা সোনালি আঁকা

করতলে চেপে ধরি , এই যে সামান্য রেখা , তাতে আয়ু

মানুষের  সামান্য  পথ ,  অতি সাধারণ এই হেঁটে যাওয়া

কেবলই ফুরায়



যেসকল  বাক্য আমি ভুলে আছি , যেসব  দিনের কাছে

আমি অপমান নামিয়ে রেখেছি  মরা  গাছের বাকল



পুরুষ ফুলের মত  শিখরে ফুটেছে একা

ছায়া পড়ে রৌদ্র গাঢ়  হয়, তাহার ঘামের ঘ্রাণ

মাথার ভিতরে  ঢুকে  খুঁড়ে তোলে একাধিক ব্যর্থ কাম

প্রগাঢ়   শ্বাসের  তীর ঘাসের  বুকের পরে  গেঁথে থাকে

অর্থ  হারায়


3 comments:

  1. দারুণ লেখা, শুভেন্দু।

    ReplyDelete
  2. ভালো, খুব ভালো লাগলো। নতুন লেখা পাঠা

    ReplyDelete

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম