কস্তুরী সেন





'কুড়ি বাই তিন'

         
কিছু কিছু লেখা রাতের টেবিলে
রেষারেষি থেকে সহসাই দূরে
তেমন কঠিন লক্ষ্যও নেই
চমকে উঠেছে!
যেন চমকাল সেই রুশদেশ, রাদুগারঙিন
তখনও না শেখা অরুণ মিত্র
যারা ভুলে গেছে, আর যারা যারা কখনও ভোলেনি
নভেম্বরের মানে তো আসলে বিপ্লব নয়
ছায়ামারীচের হেমন্তবনে কল্পনাতীত সুগন্ধভার,
সুগন্ধভার, আকাশপ্রদীপ, কাগজের ঠোঙা--
হাতে পান নিয়ে ব্রতকথা যেন
শীতের বিকেলে চুপচাপ ফেরা কুয়াশামগন
ঠিক তার পাশে বস্ত্রালয়ের নতুন পতাকা 
স্টেশনবাজারে, রিকশানিরালা একার পথটি
তার পরে, আর তাহার পরেও
অভিমানহীন
কিছু কিছু লেখা
অভিমানহীন
সহাস্য শুধু সিঁড়ি ধরে ওই নেমে গেল
ঠিক যেমন যেতই আরও কেউ কেউ
খাদির বোতামে ঘরভুল করে 
সেই যে আমার নানারঙ 
আর কুড়ি বাই তিন শাসমল রোড সন্ধেবেলার




No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম