বিপুল চক্রবর্তী





লেখা

বাতাস বললো, চলো চলো বয়ে চলো
আমি কিছু বলি, তুমি কিছু কথা বলো
কারা তা শুনছে, দরকার নেই জানার
পাখিটি বললো, ওড়বারই কথা ডানার

ডানা দুটি ওড়ে, নাকি উড়ে চলে পাখি
চুপিসারে আমি সেই কথা লিখে রাখি

ঝরা পাতারাও, কী অবাক, হেসে হেসে
বললো, চলেছি অজানা দূরের দেশে
ছুটতে ছুটতে নদীটি বললো, শোনো
শস্যের মাঠে আকাশের কথা বোনো

তারায় তারায় আকাশ মেললো আঁখি
কাঁপাকাঁপা হাতে সেই কথা লিখে রাখি
_____
২৩ কার্তিক, ১৪২৪ / ৯ নভেম্বর, ২০১৭

6 comments:

  1. লাভহীন লোভহীন চিরন্তন যাপন গাথা । সুন্দর ।

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. নির্বাধ জীবনের আলেখ্য।

    ReplyDelete
  4. ডানা টেনে নিয়ে যায় তাই চলা। কিন্তু পাখির মন জানে না,কোথায় কেন যাচ্ছে। এমনভাবেই চলা....আমারও তাই। কি সুন্দরভাবে উপস্থাপনা। জয় হোক!

    ReplyDelete

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম