শ্রীজাতা গুপ্ত








নতুন বছরের কবিতা


রেড অক্সাইড মেঝে আর
দেয়ালের নুন ঝরা
মিনিট ফারাকে

অবেলার আলো ঝিলিমিলি
থেকে দেখেছি
আমাকে



ভেজা ফুটপাথে বসে থাকি।
সকালের ভিড় ভেঙে যেক'দিন
আমি হেঁটে আসি
আমাদের ভীতু চোখাচোখি।
কোটের ঝুল ভেঙে চেয়ে নি'
এক সিপ কফি, সাথে
অতিরিক্ত খুচরো নিরিবিলি!

শৈবালে ভাস্বর।
কেমন কুসুম
হৃদয় নিংড়ে
মাটির কাছে
ভিক্ষে চাওয়া ঘর।


দাঁত বসাচ্ছি। শিরায় নিজের
ঢালছি গোপন বিষ

আত্ম এবং প্রতিচ্ছবির
যুদ্ধ গভীর
চলছে অহর্নিশ

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম