বিশ্বজিৎ চট্টোপাধ্যায়




আত্মহননের আগে

আত্মঘাতী ইচ্ছে গুলো ঘোরে ফেরে নিজেদের মতো।
স্টেশনে  অনেক লোক ,ওই শুধু অযথা বিব্রত।
চক্র রেল বন্ধ আজ,যার মানে ছটপূজো আছে।
যদিও সে যেতে চায় একমাত্র সুন্দরের কাছে।

সুন্দর আসলে ট্রেন, নৈহাটির,যাত্রীহীন, শুধু ডালপালা।
ডালপালা তাকে ডাকছে,আয়, উঠে আয়।
স্টেশনে কিছু টা ভিড়, লোকে বলছে, ভীষণ অন্যায়,
ইচ্ছে নেই, কীভাবে সে যাবে!

ভাবতে ভাবতে হাত নেড়ে চলে গেল ট্রেন।
গার্ড নয়, সবুজ পতাকা বলল: আজ বুঝি দেরি তে এলেন?
ভেন্ডারের কামরায় জুতো,জল, হকার হকার।
চারপাশে জিনস,টপ, সালোয়ার, হেমন্তের শীত।

একটু ফাঁকায় গিয়ে একা একা মনে মনে বকা..
এত ভিতু? কী হলে কী হত!
স্ববিরোধী ইচ্ছে গুলো কথা বলছে নিজেদের মতো
লাস্ট ট্রেনে বাড়ি ফেরা,ফেক চ্যাট, শব্দ কল্প দ্রুম
খিদে নেই-দানবীর অন্ধকার, ঘুম।

3 comments:

  1. I am not intelligent enough to understand this poem, but I still find it very interesting and intriguing. Congratulations!

    ReplyDelete

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম