বিধান সাহা





রেহনুমা

রেহনুমা, তোমার সমুদ্রে আমি সাদা সাপ!

তুমি জানো, একটা অতীত স্মৃতির ভেতর
মুক্তোদানার মতো ঝলকে উঠেছিলো নোনা আকাঙ্ক্ষা—
আর বৃষ্টি নেমেছিলো খুব।
আর এক জাদুকর গান গাইতে গাইতে হেঁটে গিয়েছিলো নিরুদ্দেশ!

তোমাকে পেঁচিয়ে ধরার দিনে, আজ ;
পাতা নড়ে উঠলে আমাকেও মনে করে কেউ?

কিছু লবণাক্ত ঘ্রাণ সমুদ্রের কথা মনে করায়—

ঘাটে ফেরাও, সখা, নতজানু হই!

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম