অভিজিৎ বেরা





ঘ্রাণ
আবার মৃত্যুর শব্দ।
এবছর শীতকাল গেল না শিবেন।
গেল না কুয়াশা আর
রাস্তায় শবের কাঁড়
ভ্যানে লাট করে পোঁতা
পরিখার ধার।

শেয়ালেরা মাটি খোঁড়ে
কাঁকড়া নয়—
মৃত ঘিলুর গন্ধ
নাকে উত্তেজনা করে।
বিজোড় দাঁতে লালা
হিমের মতন ঝরে।

কী যে খেতে ভাল  হিম
শিয়ালের লালা,
সেবার শাপলাতালুকে কত...
সারারাত শীতে !
মোরামের কুয়াশায়—
লরি চাপা শব কার ?
শেয়ালের ঘ্রাণে ঘ্রাণে
আজ বুঝি—

সে ছিল আমার!



No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম