পার্থজিৎ চন্দ





অশুভ ত্রয়োদশপদী

গালিচা

চিরাগ নিভেছে কত, রয়ে গেছে কার্পেটের জাদু
ঘুমানো চোখের জল চক্ষু প্রসবিনী হয়ে
সুতো খুবলে নিয়েছে রিফু ও রিপুর থেকে দূরে

শান্ত মন্দাকিনী; কুন্ডলী পাকিয়ে ওঠা
বাষ্প ধুঁয়াধার টেলর-মাস্টার ঘুমে পোশাক বানায়
একদিন অশরীরী মাপ দিয়ে গেছে

এবং জেনেছে, এ শরীর পোশাকসম্মত যেন
হারানো মেহেরগড়, ফোর্ট জং-তলোয়ার
কিংখাবে ঢুকে যাবে উদবৃত্তের

সম্ভাবনাহীন দ্রিমিদ্রিমি মাদলও বেজেছে
উৎসবে আঁতুড়ে শ্মশানে মাতা-বিড়ালের দাঁতে
আটকে থেকেছে শিশু অন্ধকারে, রক্তপাতছাড়া

সুতো-খোঁজা হাত আবার জেগেছে, এক্‌, গালিচা বানাতে


No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম