মৃন্ময় চক্রবর্তী






রাত একটা মতলববাজ

রাত একটা অসভ্য শিকারি

সে আমাদের ধরে ধরে গায়েব করে দেয় অন্ধ ফাটলে

বড় বেয়াদব এই রাত

সে আমাদের নগ্ন করে দেখে,
আমাদের তালিমারা পাকস্থলী
আমাদের উঁচানো পাঁজর
আমাদের নিচু উত্থানশক্তিহীন পুরুষাঙ্গ
দেখে আর হাততালি দেয়।

রাত একটা মতলববাজ

সে আমাদের বাড়ি ফিরতে দেয় না
সে আমাদের ভুলিয়ে রাখে
সে আমাদের ডুবিয়ে রাখে
আমরা দুঃখগুলো তার কাছে বন্ধক দিই
আমরা উপোসগুলো তার হাতে তুলে দিয়ে
কালো ডানার নীচে লটকে যাই।

বড় চরিত্রহীন এই রাত

সে আমাদের বুকে গেঁথে দেয়
চাঁদের পতাকা,
নোংরা কুৎসিত পুতিগন্ধময়
চাঁদের পতাকা!



No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম