বৈশাখী রায় চৌধুরী




অবিশ্বাসের ঘরবাড়ি



১.
শহীদ করে দিয়েছি বিষাদে
বিষাদে বিষাদ রঙীন বিধূর তুমি জানো

ঘাড়ের পাশে  নরম ডানা
পক্ষীরাজ হয়ে গেছে আমার সমস্ত ক্ষমা

২.
তোমার দুচোখের ভুলে অন্ধত্ব জমে বারোমাস
অন্ধকারের পায়ে রেখে আসি ছুরি-হাতুড়ির সূর্যোদয়

আমাদের জমা জলে আর কোনো বিরহের ছায়া পড়ে না
আমাদের আয়ুরত্নের কাছে এখন ছোটো হয়ে আসে চিতা

৩.
তবু ভালো এই তর্ক- বিতর্ক
দ্রোহের পাশে জিভের জড়িয়ে যাওয়া

গুপ্তহত‍্যার স্বদেশে
অহিংসাও এক ধরনের আগুন

ছড়াতে ছড়াতে জেনে গেছি সবাই

বিশ্বাস হলো সেই সেতু
যা একবার নড়ে উঠলেই ভেসে যাবে

অবিশ্বাসের ঘরবাড়ি।

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম