অরিজিৎ চক্রবর্তী





অভয়মুদ্রা়

ভালোবাসলে মিথ্যে বলতে হয়। মিথ‍্যের ভিতর ভালোবাসা থাকে। আমি এমনটাই বিশ্বাস করি। চারপাশ বিষ ঢেলে দেয়।কষ্ট ক্ষমার মতো আচরণ করে। পৃথিবীর যা কিছু সব মিথ্যে। আবার পৃথিবীর যা কিছু সব সত্যি। আমার কোনোদিন কোনো তিন সত‍্যি ছিল না। তিন মিথ্যে আমাকে জীবন দিয়েছে। সেই জীবনের সাথে আমি প্রতিদিন চা খাই। বাজারে যাই। অভয়মুদ্রা়কে লুকিয়ে রাখি! কারণ লুকনোই কবিতা। আবার অপরাধ।

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম