স্রোতস্বিনী চট্টোপাধ্যায়





সাফল্য

অসংখ্য জোনাকির মাঝে, যে প্রহেলিকা
তার মাঝে আমার এই বেঁচেবর্তে থাকা
এক বিন্দু আলোয় তাকে
উজ্জ্বল মনে হয়
যেন ঘরের পাশে 
একটি মাত্র পুরনো প্রদীপ

এইখানে এসে অল্প জিরিয়ে নিতে দাঁড়াই

ছায়ার প্রাচূর্য্যে জীবন 
তখন সুফলা মনে হয়

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম