প্রসূন মজুমদার





কালের কোটর

নিরুদ্দেশ উদ্দেশ্য অতল
পথই পথ্যের ঘনজল।


জল থেকে ঢেউ থেকে বুদবুদ - বাতাস

চেঁছে তোলা শূন্যতার শাঁস।

বর্ণহীন। বহুবর্ণ। ঘাসের শীষের মতো খর।

পথযাত্রা, যাত্রাপথ, নুড়ির কঠোর করে জড়ো।

প্রতীক্ষা নদীর। যদি ভেসে যায় নরমের নুড়ি।

আদুরে  কঠোর ওড়ে মেঘশীর্ষে ঘূর্ণমান ঘুড়ি।

লাটাই হারায়।হাতে পড়ে থাকে নিঃস্বতা - হাতল নীরবতা। 

শব্দহীন বয়ে যায় কথা। কালের কোটরে

ঘাসের নরম থাকে চেতনা-পারদে, হিমে,ঝ'রে।

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম