মণিশংকর বিশ্বাস





বিনোদিনী কুঠি

একটা গাছের নিচে দাঁড়িয়ে সকালে, কোনদিন
এতখানি নিঃস্ব মনে হবে, আগে ভেবেছি কখনো?
ওগো নীলপদ্ম, ওগো আকাশকুসুম, মৃত্যুর কিছুটা
আগে বা পরে, আমিও অংশত বৃষ্টি হবো, শোনো

আমার একার নয় এ জীবন, আরো বহু ব্যর্থতার
তাই নিজেকে বলেছি, “লেখো আর লেখো আর
ভেসে থাকো মরুহরের পথে পথে,
বরফের নীলাভ ডানায়।
কালরাতে স্বপ্নে দেখি, মেঘবর্ণ বিনয়দা বসে আছে
রৌদ্রসমান, অরব বারান্দায় ।



অস্ত

একটি সে চোখ, চোখের চূড়ায়
নামছে সাঁঝের ঘোর নেশা
একটু দূরে, পাহাড়পুরে
কোন নীলিমার কৌটো ভরে
ভাসছে আলো আধারশাসন
পাহাড় তলে যে হুতাশন
জ্বলছে দারু নিভছে পাতা
রইল আমার বিষণ্ণতা
মগ্ন তু্মি পড়ছ না-কি
আমার কথা অনেক বাকি
চূর্ণ বাদাম ঘুরছে যাঁতা
মেঘ তো নয় মাধবীলতা
কাঁপছে লতা মেঘের তলায়
চোখ সরালে যে অছিলায়
রবার গাছে বসছে পাখি
এখন আমার লেখা তা-কি
ভরিয়ে দিয়ে আকাশ থেকে
নামছে আঁধার পালক মেখে


2 comments:

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম