প্রসূন প্রামাণিক





ঘুড়ি 
প্রতিটি উড়ন্ত ঘুড়ি
আকাশ পেরিয়ে কোনও লক্ষ্যে যেতে চায়
তবুও সে লাট খায়,কেঁপে কেঁপে ওঠে
যেতে যেতে দেখা পায় আরেকটি ঘুড়ির
প্রেম হয়,প্যাঁচে পড়ে, তারপর বিচ্ছেদ এলে
আত্মধ্বংসের টানে গাছে ঝোলে,বৈদ্যুতিক তারে
অথবা ঝাঁপিয়ে পড়ে বেপাড়ার পথে
কেউ কেউ ঘরে ফেরে,গায়ে তার বাতাসের জল


প্রতিটি উড়ন্ত ঘুড়ি উদাস কিশোর
বড় বেশি দিশেহারা, লক্ষ্য নেই,পথে তবু ঘোরে
অথচ শরীরে তার বাঁকা যে কাঠিটি
যার মাঝে লম্বালম্বি আরেকটি সোজা
তার দুদিকে যদি সুতো বাঁধা যায়
অনায়াসে ধনুক ও তীর হতে পারে ।

1 comment:

  1. একরাশ ভাললাগা রেখে গেলে প্রসূনদা।

    ReplyDelete

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম