দুর্জয় আশরাফুল ইসলাম



সম্ভাবনার চরাচর

  

ধ্বংসোন্মুখ তীর্থের পিঠে কে রেখেছে বাশি! 

বিকেল এমন সুমধুর বাজে
পাড়া ভাঙে,
স্টেশন থেকে ছুটে আসে পলায়নপর পাহাড়
সান্নিধ্য ফসলের মাঠ
চতুর্দিকে ছড়িয়ে পড়ে ফিরে আসার তাড়না। 

২.
এই অরণ্যভূমির শেষ নেই জানি,
তোমাকে দেখতে হলে আরো গভীরে 
ঝরা পাতাদের বৈতরণী সভা ভেঙে যায়। 

তুমি কি পাখিদের দলে,
ডাল থেকে মগডালে,
অনন্ত প্রেমের বৈরাগ্য নিয়ে চুপটি মেরে আছো?

৩.
আমাকে যে পাঠায় সম্ভাবনার এমন শস্যবীজ
তাকে দেখিনি বন্ধুর বিস্মৃত চরাচরে,
এক আগন্তুক, আবছায়ায় 

তবুও চিত্রিত করি নারীমুখ, জ্যোৎস্না ফেরারী!

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম