রবীন বসু





আমার সভ্যতা মুখ লুকোয়

এই যে বেদনারহিত সকাল
এই আলোময় দিনের শুরু
           আমাকে আশা জাগায়

যে মানুষটা ভোরে উঠে উনুনে আগুন দেয়
চায়ের জল বসায় সারাদিনের মত
যে মাজাভাঙা বৃদ্ধা বেওয়া
    কটা শাকপাতা নিয়ে সবজির ট্রেন ধরে

এরা সবাই আমার আশেপাশে ঘোরে
আমাকে জীবন দেখায়
     চেটেপুটে খেয়ে নিই এই অনিঃশেষ
                  জীবনের দান

তারপর যখন সন্ধ্যা নামে রাত্রি
ক্লান্ত পাঁজরে দাঁড় টানে অভুক্ত মানুষ
       ফুটপাত ভরে যায় অনালোকিত জ্যোৎস্নায়

আমার সভ্যতা মুখ লুকোয় শতচ্ছিন্ন কাঁথায়….

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম