একরাম আলি





খিদে

আচমকা তোমার হাসি— দমকা উচ্ছ্বাসে
তার হা-হা জানলাগুলো
উড়ে উড়ে আছড়ে পড়ছে মাথায়

সরে যে যাব, এই আকাশ থেকে কোন আকাশে?

লোলচর্ম জ্যোতিষ্কগুলি
আকাশের গর্তে গর্তে কুণ্ডলিত সরীসৃপ
মৃত্যুর আগে তাদের আধবোজা দৃষ্টি
মাটির মায়ায়
শেষবারের মতো জ্বলছে

সারা বিছানায় তাদের দগদগে ঘা, পুঁজ, রক্ত
বহু বিবর্তনের সালতারিখে শুকনো আর ঠান্ডা
তোমার স্তনের মতো
যা আসলে সেঁধিয়ে রেখেছ আঁচলের আগ্রাসনে

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম