জ্যোতির্ময় মুখার্জি




ইনস্ এন্ড আউটস্


যা কিছু গভীর, তাকে কবিতা ভাবতে ভাবতে
জলের কাছে স্থির হয়ে আছে অভ‍্যাস

মৃদু হয়ে আসছে আলো
তোমাকে বিষন্নতা ভেবে, ঘুমিয়ে পড়েছে চোখ

ঘুমের ভিতর ভিতর হঠাৎ ঘুম ভেঙে দেখি
ঘিলুর চারপাশে কারা যেন জেগে উঠেছে

ওদের হাত নেই, পা নেই, মাথাও নেই
শুধু থলথলে কিছু ঘিলু, পোকাদের মতো

বমি বমি পাচ্ছে এবং একটা ভয়

তাড়াতাড়ি ঘুমন্ত মাথাটাকে ঘুমের ভিতর
জলে চুবিয়ে চুবিয়ে দেখি

জলের তলায় ঘুমিয়ে পড়েনি তো জল?

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম