তন্ময় চট্টোপাধ্যায়





গন্তব্য 

কান ঘেঁষে থম মেরে আছে বাসী কুয়াশা
স্থির অবনত দৃষ্টি- রক্ত ভেজা পায়ের দিকে। 
জোড়া চায়ের কাপ, উষ্ণতা 
এক গোছা কার্নেশন আর তিনটে রাত
ফেলে এসেছি দুই নদীর মাঝে ঝুলন্ত কটেজে,
যেখানে এক ফালি বারান্দায় প্রতি ভোরে চাঁদ গুমরে কাঁদে। 
ঝাপটা হাওয়া ফিরিয়ে আনে অতীত গন্ধ
সংকেত উড়ে আসে আবদারী চিঠিতে; 
অন্ধকার ছুঁয়ে প্রতিজ্ঞাবদ্ধ হাওয়া মোরগ 
ঘোরে না ভোর রাতে..

সব বুঝে
নিশির ডাকের মতো একটা আঁচলের পিছু পিছু এগিয়ে চলেছি খাদের দিকে...


No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম