দীপক রায়







ওরা আমায় খেলায় নেবে না 

ওরা যখন খেলায় নেবে না বলল 
আমি তখন মাঠ খুঁজতে বেরোলাম 

কত মাঠই তো ছিল 
    এপার থেকে ওপার
গড়ের মাঠ থেকে গোরস্থান
ভুবনডাঙ্গা থেকে চণ্ডিতলা
টেনিস গ্রাউন্ড থেকে গোর্খা গ্রাউন্ড
শিমুলতলা থেকে ভূশুণ্ডীর মাঠ 

ছোটো ছোটো খেলা শুরু হয়েছে
ওলাবিবিতলা এসে মনে হল 
ওরা আমায় নেবে।

আলো কমে এল। সন্ধ্যা নামছে।
অন্ধকারে খুঁজে পাচ্ছি না মাঠ।
মাথার ওপর দিয়ে আলো জ্বেলে জ্বেলে উড়ে যাচ্ছে একটা বিমান

ওরা আমায় খেলায় নেবে না বলল 


No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম