চন্দন ঘোষ




এক শালিখ, একলা শালিখ

এক শালিখ, তোমাকে দেখেছি রোজ
টুম্পাদের টালির চালায়
একটু কি খোঁড়াচ্ছ তুমি
একটু কি বিষন্ন লাগছে এল-পি-জির ভর্তুকি বিলোপে
নাকি আর কোনোদিনও
খালাসিটোলায় যেতেই দেবে না বউ
নির্জনে তাই খুঁটে খাচ্ছ
জীবনের পাঁক ঘেঁটে ঘেঁটে মহার্ঘ কেঁচো একখানি

তোমাকে দু চক্ষে দেখতে পারে না চিত্রা নাম্নী মেয়ে
আড়চোখে মাত্র একবার দেখে ফেলেছিল বলে
রাইভাল মিলির সঙ্গে ভেগে গেছে প্রাক্তন প্রেমিক

একা বোকা বিষণ্ণ শালিখ
কাহারো ভিটেতে তুমি কখনও তো চরাও নি ঘুঘু
তবু কেন এতখানি ভুল বোঝে লোকে
অফিস ফেরার পথে ভীড় বাসে
আলতো বুকে ছোঁয়া লেগে গেলে
সজোরে থাপ্পড় মারে উঠতি নারীবাদী

পাতলা হও, পাতলা হও,বাপু
 মানে মানে এই ভিড় থেকে
বরং লুকিয়ে যাও দুপুরের প্রিন্সেপঘাটে
দু চারটে ফুচকা খাও
ধরাও গনেশ মার্কা বিড়ি
ওঁত পেতে থাক এই নক্কাছক্কা জীবনের নীচে
অন্তিম স্বপ্নের সঙ্গে  মোলাকাত হয়ে যেতে পারে।



No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম