চৈতালী চট্টোপাধ্যায়






কবিতা ১

সংকেত জ্বলে আর নেভে।
জ্বললে, নতুন ইশারাটি।
নিভলে, ক্যালেন্ডারে প্রাণ
মাথা রেখে ঘুমিয়ে পড়ে।
আমি ধানশিষের কাহিনী খুব ভয়ে ভয়ে
লিখে থাকি।
আমি পেট-জ্বলে-ওঠা ছেলেকে,
সংকোচবশত লিখি,
যুদ্ধবিগ্রহ, অমনোযোগের রক্তপাত, সবই
লিখি, যেটুকু খবরের কাগজ দেয়!
না লিখলে, কবিতা সভ্যতা ছেড়ে
লাল বাতাসার মতো হরির লুঠের গায়ে
মিশে শুধু প্রেম দেবে—
যা আমি মায়ের পেট থেকে বের হয়ে
ইস্তক, মন পেতে, চেয়ে এসেছি।
প্রেতিনী, ডাইনি ও ভালোমানুষের ছেলেদের
চোখে  চোখ রেখে, চেয়ে এসেছি

কবিতা ২

আসলে সংকেত,
আসলে ইশারা,
আসলে তো কাজললতার মধ্যে  সংশয়
সাত-পা হেঁটে হেঁটে চলে, আর
শব্দ ও ছন্দের সেক্স হয়

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম