হিন্দোল ভট্টাচার্য




চক্র

বাজার শাসন করে সমস্ত কাঙাল বাঘ বনে চলে যায়
মাটিতে থাবার ছাপ পড়ে থাকে একা
হয়ত বা গাছের গায়ে একটি দুটি  রোঁয়া দেখে মনে হয়
বড় খিদে ছিল তার চোখে।
মধু-শিকারীর দল কান পেতে শোনে
কোথাও হরিণ ডাকছে কিনা!
যে বন গরম, তার কাছে থাকতে নেই, বলে মাঝি।
ভাবে সব মৃত্যু আছে বনের ভিতরে কোনও ঝোপের ভিতর।
বাঘের কাঙাল চোখে ধরা পড়ে সব।
নিজের মৃত্যুর সঙ্গে সে একাই চুপিচুপি জীবন পোহায়।
বাজার বোঝে না;
লণ্ঠন জ্বালিয়ে তারা সংসার বসায় পুজো দিয়ে।

হরিণ নীরব থাকে, জঙ্গল গভীর হয় আরও।

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম