দীপঙ্কর মুখোপাধ্যায়





অধর্মের মুসাবিদা

মৃত্যু ও আঁধারে কিছু সোহাগের উদ্‌যাপন ছিল
পারস্য রমণী ছিল, মৃদু চলা কিঙ্কিণীর স্বরে
যাবতীয় শৃঙ্গারের শিহরিত তামাশার ছল
আকাশকুসুম ভেবে কাকে তুমি ফিরিয়ে দিয়েছ?
মেধাবী রাত্রির কাছে সাজানো সংলাপে আহামরি
হংসধ্বনি কে দিয়েছে, কে বাজাল বাঁশি?
আমি তো শহর ঢুঁড়ে একশো আট পদ্মের পরাগে
ল্যান্ডমাইন পুঁতে রাখি, সূর্যমুখী নগ্ন ও কিশোরী
পোয়াতি ঘুমের থেকে জেগে ওঠা লীলায়িত রোদে
আমি যার গর্ভগৃহে পৈশাচিক হেসে উঠি...মাগো!

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম