সম্পাদকীয়-র পরিবর্তে




এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু তাই নির্দেশ দিলেন, সন্ধ্যার প্রার্থনার সময়টা বিড়ালটাকে বেঁধে রাখতে হবে। অনেক বছর পরে গুরু মারা যাবার পরেও সন্ধ্যার সময় বিড়ালটাকে বেঁধে রাখা হত। একসময় বিড়ালটা মারা গেলে আরেকটা বিড়াল এনে সন্ধ্যার সময় তাকে বেঁধে রাখা হয়। কয়েক শতাব্দী পরে ঐ গুরু বিজ্ঞ অনুসারী শিষ্যরা ‘সন্ধ্যার ধ্যানের সময় বিড়াল বেঁধে রাখার আধ্যাত্মিক গুরুত্ব’ নিয়ে জ্ঞানগর্ভ অভিসন্দর্ভ রচনা করে ফেলেছেন। এভাবেই ঐতিহ্যের সৃষ্টি হয়।                                                                                                                       (একটি জেন গল্প)



শুভ ২০১৯




সম্পাদকীয় দপ্তর- বেবী সাউ মণিশংকর বিশ্বাস সন্দীপন চক্রবর্তী
                            হিন্দোল ভট্টাচার্য শমীক ঘোষ


যোগাযোগ  ও লেখা পাঠানোর ঠিকানা - abahaman.magazine@gmail.com

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম