অমিত সরকার




মেদিনীপুরাণ                

আমার ঠাউরদার বাপ  
চাঁদনী রেতের উঠোনে এক চুটকিতে পরি লামাতো     
ছাতিন্দা গ্রাম থেকে রূপনারায়ণ সাঁতরে  
ঠাউরদা হেঁটে এয়েছিল কোলকাতায়        
ঝমঝমা টিরেন রাস্তা তখনো গেরামের মা-বউকে বাজারে লামায় নি    
ঠাকমার সাধে সব্বাইকে লদীর গোটা ইলশা আর যা-চাই আম     
অন্নথালে পেন্নাম ঠুকে খাওয়া শুরু করতো বাপ কাকারা    
বেস্পতিবারের শাঁখের আওয়াজ
লদীর ওপার ঠেঁয়ে শুনত পরাণ মাঝি    
বানবন্যে হলে চালের ওপর হালগরু ছেলেম্যেয়া সহ তেরাত্তির           
আলে আলে শিওরচাঁদা, পেন্নাম পেন্নাম  
দুধে খরিশ কাইট্যা দিলে মা মনসার ভাসানগান   
সকাল থেকে দশকাঠাতে নাঙল চালিয়ে
সন্ধ্যেরেতে দমতক গাঁজা আর ঠাকুরনাম       

এর চেয়ে বেশী কবিতা বাংলাদেশ আজও লেখে নি   
আমি মেদিনীপুরের ছাওয়াল বটি  
আমাকে কবিতা লেখা শিখিও না হে...   


No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম