পম্পা দেব





কবিতা
অহ , অনন্ত হে ,
এমনই সন্ধ্যা ঘনালে আকাশে
লেখালেখিটুকু উদগ্রীব হয়ে 
পথ খুঁজে নেয় এই অবকাশে
আসলেতে  সবই আত্মজীবনী,তোমার -আমার
উৎসব রাত আতর গোলাপ
দারুণ  দিনের মায়াবী চোখের  
অকারণ হাসি, ঠাট্টার রাত ,
তীব্র প্রাণের যত অনুরাগ
তোমার -আমার জন্ম জন্ম আয়ুর টানে !
ফিরে ফিরে আসা , আর কিছু গান 
পিলু ভৈরবে , ঠমকে দমকে
আসলেতে সবই আত্মজীবনী লেখায় লেখায়।
আসলেতে সবই তোমার -আমার 
ভিতর বাহির , প্রথম আগুন 
তেমন কিছু কথার জাদু
নিশান ওড়ানো স্বপ্ন দিনের  ছায়ায় মায়ায়
তোমার -আমার প্রজাপতি রঙ
কারুকাজ যত হল আয়োজন 
আসলে তো সবই আত্মজীবনী তোমার -আমার..

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম