সমরেশ মণ্ডল





কথা

তারপর তুমি কথা বলবে
আগে শোন
চুপ করে থেকো না
চুপ করে থাকলে একজন নয় সবাই শত্রু তোমার
বোবা না মুখর ও নয়
কথা বলবে
চুপ করে থাকলে বিলম্ব ঝরে পড়ে
অশ্রু ও অমল থাকে না
শর্ত সাপেক্ষে শোয়া বসাও পরাধীনতার শৃঙ্খল
এই আলোচনায় সেসব টেনে এনো না

বরং দেরি হবার আগে কথা বলো
সবাই কথা বলে এগিয়ে থাকল
তুমি একা একা পিছিয়ে গেলে
সেটা ঠিক নয়

কথা বলো তুমি আকাশ বিদীর্ণ করে, বাতাস উন্মোথিত করে না
 সমূহ স্বাভাবিকতা নিয়ে অথচ দৃঢ় স্বরে, বলো
 কথা।

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম