সুবীর সরকার





সার্কাসতাঁবু


কার্তিক ফুরিয়ে গেল অথচ আমার আর
                                         আত্মহত্যা করা হলো না
রোদের ম্যাজিক দেখি।
একা হতে হতে দেখি কিভাবে বিষন্নতা ফিরে
                                          আসছে শহরে
সাঁকোর পাশে পাশে হেঁটে যাওয়া
মটরশুঁটির খেতে কারা যেন পেতে গেছে
                                        সার্কাসতাঁবু
প্রিয় জোকার,তার সাথে করমর্দন সারি
হারিয়ে যাওয়া সময় কে আর ফিরিয়ে
                                               দেবে
হননদৃশ্য দাঁড়িয়ে থাকে।
প্রতিটি নাচকে অনুসরণ করতে থাকে
                                                     গান

No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম