অরণ্যা সরকার





আর্জি 

প্রতিটি বসত জানে স্বরলিপি সময়মাত্র
বাজাও বাজাও দেবী
গ্রহণে মহৎ কর বিষণ্ণ মদিরা
নন্দিত অভ্যেসে আর না জ্বলুক দেবরিপু
মাটি বাজাও  বাজাও পাথর, আলতার স্মৃতিভ্রষ্ট তাল
কতদূর থেকে এসে বসে আছে অপুষ্ট নদীরা
মেহনতী পিঁপড়ে কাহিনী
অগৌরবে জুড়ে দাও সব বীরাঙ্গনা ঝাঁপ
সহস্র নীলপদ্ম জানে, নিবেদন প্রস্তুতিমাত্র
বাজাও বাজাও দেবী, সময় ও সংঘাত

1 comment:

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম