প্রদীপ কর




অলক্ষ্যে


বামহাতের ভাঁজকরা বাহুর ওপর মাথা রেখে, পাশ ফিরে শুয়ে, তিনি ঘুমোচ্ছেন। 

তাঁর পাশ দিয়ে লাল নীল মহানাগরিকের গাড়ি, অতিদ্রুত, জনতার শূন্যে ছুটে গেল।
আরো কতো গাড়ি, গাড়ি, গাড়ি নাগরিক স্নায়ুরস্রোতে অসীম  পেরোলো। 

শুধু তিনি, অপরিচিত মহানগরের রেড রোডের ধারে, বাতিল ট্যাঙ্কের বাঁধানো বেদীতে শুয়ে, কী নিশ্চিন্তেই, ঘুমোচ্ছেন।

আর অল্পদূরে, দূষিত কোলাহলের চারণভূমিতে, আহার সেরে নিচ্ছে, তাঁরই অনুগত, চল্লিশজন মেষ।

গঙ্গা থেকে উঠে আসা দেহাতী হাওয়ায় ঝরে পড়া কয়েকটি শুকনো অর্জুনপাতা, যুদ্ধাস্ত্র ছুঁয়ে ললাট স্পর্শ করলো তাঁর। 

প্রখর মধ্যাহ্ণে, একুশশতকের ব্যস্ত পৃথিবীতে, শায়িত বুদ্ধের এই রূপ, কেউ লক্ষ্যই করছে না!!

1 comment:

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম