ওয়াসিম মাকীম জাভেদ






নিরঞ্জন

রোজ স্নান করতে আসি রাতে,
কাজ সেরে, সব খুলে
একপা একপা করে ধাপ নেমে
যাওয়া এই চাদরে,
এক বুক ডুবে যাই

আমি ভিজতে থাকি
এই সরোবরে
ডুবে আছি সারা রাত,
এপাশ ওপাশ করি, ঢেউ ওঠে,
অন্তরঙ্গ ঘাট ভিজে যায়

কত রাত ঘনীভূত হয়,
ভেজা ঘাটে বসে থাকে চাঁদ,
জ্যোৎস্নার মতো
জাহ্নবী, এখনই সময়,
খুলে রাখো হাতের কাঁকন,
নেমে এসো কবির অশান্ত সরোবরে,
পৃথিবী জেগে ওঠার আগে


No comments:

Post a Comment

একঝলক

সম্পাদকীয়-র পরিবর্তে

এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা যখন সান্ধ্যকালীন ধ্যান শুরু করে তখন সেখানে আশ্রিত বিড়াল খুব শব্দ করায় তাদের ধ্যানের ব্যাঘাত ঘটে। গুরু ত...

পছন্দের ক্রম